আইসিটি ল্যাব
রাজশাহী মহানগরীর পশ্চিমাঞ্চলে শিক্ষার উন্নতিকল্পে রাজশাহী পুলিশ লাইন চত্বরে অবস্থিত ১.৬৫ একর জমির উপর ১৬.০৭.১৯৫৯ তারিখে তদানিন্তন পূর্ব পাকিস্তানের গভর্ণর কর্তৃক একটি প্রাথমিক বিদ্যালয়ের সূচনফলক উন্মোচনপূর্বক এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভসূচনা হয়। পরবর্তীতে (স্বাধীনতা উত্তরকালে) ১৯৭৮ খ্রিঃ উক্ত বিদ্যায়লটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৭১ খ্রিঃ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তদানিন্তন রাজশাহী অঞ্চলের ডি.আই.জি মরহুম মামুন মাহমুদ- এর নামে বিদ্যালয়টির নামকরণ করা হয় “শহীদ মামুন মাহমুদ স্কুল এ্যান্ড কলেজ”।